শীর্ষ খবর

গোয়ানঘাটের ১৩ বীরাঙ্গনা পেলেন ‍মুক্তযোদ্ধার স্বীকৃতি

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন সিলেটের গোয়ানঘাট উপজেলার ১৩ বীরাঙ্গনা। এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আরও একজনই একই স্বীকৃতি পেয়েছেন।

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত ৬১ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। সোমবার (১৪ ডিসেম্বর) তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করা হয়েছে। এদের মধ্যে গোয়ানঘাটের ১৯ জনসহ সিলেট বিভাগের ১২ জন বীরাঙ্গনা রয়েছেন।

সিলেটের গোয়ানঘাটের মুক্তিযোদ্ধা স্বীকৃতিপ্রাপ্তরা হলেন- জমিরুন নেছা, একই উপজেলার জয়নব বিবি, জয়তুন বেগম, হাজেরা বেগম, খোদেজা, রোকেয়া, মমতা, আলিপজান, রহিমা বেগম, নবীরুন বেগম, সীমন্তি রানী চন্দ, জ্যোৎস্না বেগম ও আসমা বেগম। এছাড়া মৌলভীবাজারের কুলাউড়ার আছকিরুন নেছাও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা দাঁড়াল ৪০০ জনে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়। তারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মতো অন্যান্য সব সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আরও সংবাদ

Close