আজকের সিলেট

বিয়ানীবাজারে ৭০ ভাগ করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

বিয়ানীবাজারে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে সুস্থতার হার বাড়ছে।  প্রথমদিকে করোনা রোগীর সেরে ওঠার হার কম থাকলেও এখন দ্রুত সেরে ওঠার হার বাড়ছে। এ পর্যন্ত উপজেলায় সুস্থ হয়েছেন ১৭৫জন, যা মোট আক্রান্তের প্রায় ৭০ শতাংশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার (৯ জুলাই) নতুন করে আরও ১৪জন করোনা রোগী সুস্থ হয়েছেন।  তবে আগামী আরও ৭ দিন তাদেরকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।

গত ২৪ এপ্রিল টাঙ্গাইল ফেরত এক জুয়েলার্স কারিগরের শরীরে প্রথম করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এরপর থেকে শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত এ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে এবং মারা গেছেন ১৩জন। এ উপজেলায় ৬১জন করোনা রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

আরও সংবাদ

Close