আজকের সিলেট

নগরীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সিলেট নগরীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। নিহত রায়হান আহমেদের (৩৪) বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে সিলেটের চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার (১১ অক্টোবর) ভোরে নগরীর কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার জ্যোতির্ময় সরকার বলেন, গণপিটুনিতে নিহত রায়হান আহমদ জালালবাদ থানাধীন নগরীর আখালিয়াস্থ নেহারিপাড়া এলাকার বাসিন্দা। রোববার ভোরে নগরীর কাস্টঘর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে রায়হান আহমেদকে আটক করে স্থানীয়রা। পরে লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রায়হানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় ওসমানীর ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জ্যোতির্ময় সরকার আরও বলেন, রায়হান আহমেদের নামে সিলেটের বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। ময়না তদন্ত শেষে বিকাল ৩টার দিকে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও পরিবারের পক্ষ থেকে কোনো মামলা বা হত্যার অভিযোগ দায়ের করা হয়নি।

আরও সংবাদ

Close