সারা বাংলা

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ীতে পাটকলশ্রমিকদের অবরোধ

রাজধানীর যাত্রাবাড়ী মোড় আজ মঙ্গলবার সকাল থেকে অবরোধ করে রেখেছেন কয়েক শ পাটকলশ্রমিক। শ্রমিকেরা বলছেন, আট সপ্তাহ ধরে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। এদিকে যাত্রাবাড়ী মোড় অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকায় ঢুকতে পারছে না।

যাত্রাবাড়ী মোড়ে দেখা গেছে, সকাল আটটা থেকে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের কয়েক শ শ্রমিক লাঠি হাতে নিয়ে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়েছেন। যাত্রাবাড়ী মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

লতিফ বাওয়ানী মিলের শ্রমিক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, আট মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে অনেক কষ্টে আছেন। করিম জুটমিলের শামসুল হক বলেন, ‘আজ প্রথম রোজার দিন। দুই মাস ধরে বেতন পাচ্ছি না। কীভাবে সংসার চালাব?’

অবরোধে অংশ নেওয়া শ্রমিকদের একাংশ। ছবি: আসাদুজ্জামানঅবরোধে অংশ নেওয়া শ্রমিকদের একাংশ। ছবি: আসাদুজ্জামানআন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৫ সালে ঘোষিত সরকারি মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে। বদলি শ্রমিকদের চাকরি স্থায়ী করতে হবে। করিম জুটমিলের শ্রমিক গাজিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বেতন দেওয়া হচ্ছে না। আমরা শ্রমিকেরা সংসার চালাতে পারছি না।’ লতিফ বাওয়ানি মিলের শ্রমিক ইসহাক মিয়া বলেন, ‘দুই মাস ধরে বেতন পাচ্ছি না। বেতন বাড়াতে হবে।’

একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করে পুলিশ। ছবি: আসাদুজ্জামানএকপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করে পুলিশ। ছবি: আসাদুজ্জামানযাত্রাবাড়ী মোড় অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকায় ঢুকতে পারছে না। এই মহাসড়কে যানজট তৈরি হয়েছে। লতিফ বাওয়ানী মিলের শ্রমিক জমিলা খাতুন বলেন, ‘বেতন না পেয়ে ঘরভাড়া দিতে পারছি না। আমরা বড্ড কষ্টে আছি। আমাদের বেতন দিতে হবে।’

সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করছে পুলিশ। শ্রমিকেরা এখন ঢাকা-ডেমরা রোডে অবস্থান নিয়েছেন।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close