আজকের সিলেট

করোনা আক্রান্ত ব্যক্তি সরকারি চিকিৎসক : হাউজিং এস্টেটের বাসায় ছিলেন কোয়ারেন্টাইনে

সিলেটে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত ব্যক্তি সনাক্ত করা হয়েছে। আক্রান্ত হওয়া ওই ব্যক্তি সিলেটের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, সনাক্ত হওয়া রোগী একজন পুরুষ। আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৪৫ থেকে ৫০’এর মধ্যে। তিনি পেশায় একজন চিকিৎসক। তিনি সিলেটে নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। ওই বাসাটি লকডাউন করা হয়েছে।

আক্রান্ত চিকিৎসক নগরীর হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে। তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসুলেশন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার পুরো বাসাটি লকডাউন করা হয়েছে।

জানা যায়, ওই ডাক্তার গত ৭ দিন থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন। সর্দি-জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গ থাকায় গতকাল শনিবার তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। আজ রোববার সন্ধ্যায় রিপোর্ট আসে এবং তার শরীরে কভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ৫ এপ্রিল সারাদেশ যে ১৮ জন আক্রান্ত হয়েছে সিলেটের ওই চিকিৎসক তাদের একজন। সিলেট থেকে এ পর্যন্ত ১৩ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ১২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর একজনের রিপোর্ট এসেছে পজিটিভ।

আরও সংবাদ

Close