আজকের সিলেট

সিলেট নগরীতে ৬১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

সিলেট নগরীতে ৬১ হাজার ৪১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল।

শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে দিনভর ২৭টি ওয়ার্ডে ২৪৭টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবনে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুর রহমান।

তিনি বলেন, শিশুদের ভিটামিন এ ক্যাপসুলের মধ্যে নীল রংয়ের ক্যাপসুল কানাডা থেকে আমদানিকৃত এবং লাল রংয়েরটি রেনেটার তৈরি। ক্যাপসুলগুলোর গুণগত মানের দিক নিয়ে কোনো প্রশ্ন নেই।

সিসিকের তথ্য মতে, নগরের ২৭টি ওয়ার্ডে ৫ লাখ ৭৩ হাজার ৬৩৪ জন সংখ্যার বিপরীতে ৯-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬ হাজার ৩১০ জন। এর মধ্যে ১৬ জন প্রতিবন্ধী শিশু, বাকিরা স্বাভাবিক। ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৫৫ হাজার ১০৭ জন। এসব শিশুর মধ্যে ১০৪ জন প্রতিবন্ধী। এ দিন টিকাদান কার্যক্রম পরিদর্শন করবেন ৫৪ জন সুপারভাইজার।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়কর রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় জানানো হয়, নগরের স্থায়ী টিকাদান কেন্দ্র একটি। নিয়মিত ৩৪টি, অস্থায়ী ১০১টি, অতিরিক্ত ৭৭ এবং ভ্রাম্যমাণ ৩৪টি টিকাদান কেন্দ্রে কর্মসূচি পালন করা হবে। শনিবার সকাল ৮টায় নগরের মির্জাজাঙ্গাল এসএসকেএস ক্লিনিকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন মেয়র আরিফুল হক চৌধুরী।

আরও সংবাদ

Close