আজকের সিলেট

২৪ ঘণ্টায় সিলেটে ১০২ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৭২ জন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১০২ জন। যার মধ্যে সিলেট জেলায় ৪৮ জন ও সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১১ জন আর মৌলভীবাজারে ১৬ জন।

তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি।

এদিকে সিলেটে বিভাগে ২৪ ঘণ্টায় ৭২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। যাদের মধ্যে সিলেটে সর্বাধিক ৭০ জন আর মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন মাত্র ২ জন করোনা আক্রান্ত রোগী।

অপরদিকে সিলেরট বিভাগের চার জেলা মিলে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৮৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৩৫৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২১৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৫৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে

সব মিলে বিভাগে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৭৬ জন। আর মৃত্যুবরণ করেছেন ২০৩ জন।

আরও সংবাদ

Close