শীর্ষ খবর

এক পশলা বৃষ্টিতে ভিজলো সিলেট

অসহ্য গরমের পর এক পশলা বৃষ্টিতে ভিজলো সিলেট। টানা কয়েকদিনের তীব্র দাবদাহের পর অবশেষে  বৃষ্টির দেখা পেল সিলেট।

আজ বুধবার (২৬ মে) সন্ধ্যার ঠিক পূর্বে সিলেটে এক পশলা বৃষ্টি হয়। এতে জনজীবনে কিছুটা স্বস্থি নেমেছে।

এর আগে টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে নগরবাসীর প্রাণ যেন ছিল ওষ্ঠাগত। ২০ বছরের রেকর্ড ভেঙ্গেছে সিলেটের সাম্প্রতিক সময়ের তাপমাত্রা। ছাড়িয়ে গিয়েছিল সৌদি আরব আর দুবাইয়ের তাপমাত্রাকেও। গত ২৪ মে সিলেটে ২০ বছরের রেকর্ডভঙ্গা তাপমাত্রা ছিলো। ওইদিন সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এরআগে ২৩ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। এমন অস্বস্থিকর অবস্থায় সিলেটের মানুষ প্রতিক্ষায় ছিল বৃষ্টির।

অবশেষে বুধবার বিকেলে বৃষ্টির দেখা মিলে। প্রায় আধঘন্টা এই বৃষ্টি স্থায়ী ছিলো। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতে আরও বৃষ্টি হতে পারে। কমতে পারে তাপমাত্রা। সূত্র জানায়, সিলেটের তাপমাত্রা আগামী শুক্রবার থেকে কমতে শুরু করবে।

আরও সংবাদ

Close