জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে শাখার আগামী দিনের কার্যকারি কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে কমিশনার নিয়োগ প্রধান উপলক্ষে এক সভার ১৯ নভেম্বর মঙ্গলবার জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে শাখার কার্যকারি কমিটির উদ্যোগে পূর্ব লন্ডনের কর্মাশিয়াল রোডের একটি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক কয়েছ আহমদ রোহেল ও মিজানুর রহমান সুহেল এর যৌথ পরিচালনয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জবরুল ইসলাম লনি। সভার সর্বসম্মতিকর্মে আগামি ২০২০-২০২১ সালের নতুন কমিটি গঠন করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনারবৃন্দ হচ্ছেন আব্দুল মজিদ, মিছবাহ উদ্দিন এবং শফিক উদ্দিন। এসময় সভায় বিগত বৎসরের আয় ব্যয়ের হিসাব সংগঠনের কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুনের পক্ষে থেকে কয়েছ আহমদ রোহেল সভায় উপস্থিত সবার মাঝে উপস্থাপন করেন। সভায় নির্বাচন কমিশনারবৃন্দ এবং উপস্থিত সকলের মতামতেরভিত্তিতে আগামি ২০ ডিসেম্বরের মধ্যে সদস্য ফি জমাদানের মাধ্যমে সদস্য নবায়ন করার জন্য যুক্তরাজ্য বসবাসরত বহরগ্রামের সকলের প্রতি অনুরোধ জানানো হয়। সদস্য ফি জমা দানের জন্য সম্মানিত কমিশনারবৃন্দ আব্দুল মজিদ, মিছবাহ উদ্দিন, শফিক উদ্দিন অথবা বর্তমান কার্যকারি কমিটির সাধারন সম্পাদক কয়েছ আহমদ রোহেল ও কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন সহ বর্তমান কমিটির যেকোন সদস্যদের সাথে যোগাযোগ করে সদস্য নবায়ন করার জন্য অনুরোধ জানানো হয় সভায়। সদস্য নবায়ন শেষে নবায়নকৃত সদস্যদের মধ্য থেকে আগামি দিনের কমিটি গঠন করা হবে। এজন্য আগামি ৬ জানুয়ারি কমিটি গঠন করার দিন ধার্য্য করা হয়।
সভায় জনমঙ্গল সমিতি যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আফরুজ মিয়া (শাহিন) গোলাপপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র সভাপতি নির্বাচিত হওয়া এবং সহ সভাপতি রফিক উদ্দিন মাসুক বুধবারীবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি ও সাধারন সম্পাদক কয়েছ আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় বহরগ্রামবাসীর পক্ষ থেকে ফুল দয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন জনমঙ্গল সমিতি যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আনোয়ার হোসেন লুকমান, মনসুর আহমদ মজনু, জামাল খালেদ, সাহেদ আহমদ, রাসেল আহমদ জুহেল প্রমুখ।