শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অতীতের চেয়ে বার্ষিক বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে আনুপাতিক হারে। যে কারণে শিক্ষার মানোন্নয়নে আশানুরূপভাবে কাজ করা যাবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে চাহিদা মতো বরাদ্দ মিলেছে। শুধু শিক্ষার মানোন্নয়নই নয়, অবকাঠামোগত উন্নয়নের দিকেও লক্ষ্য রাখা হয়েছে। এ নিয়ে আমরা সন্তুষ্ট।
শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাসির উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন ।