আজকের সিলেটসুনামগঞ্জ

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হবে ১০০ টাকায়

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান বলেছেন, গত বছরের ন্যায় এবারও একশত টাকায় পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপিসহ সকল অগ্রাধিকার কোটা যথাযথভাবে সংরক্ষণের পাশাপাশি সরকারি বিধি মোতাবেক নিয়মনীতি মেনেই কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে কোন ধরনের দুর্নীতি বরদাশত করা হবেনা।

শনিবার (১৫ জুন) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এক সংবাদ সম্মেলনে এসপি বরকতুল্লাহ খান এসব কথা বলেন।

এছাড়াও আগামী ২৪ জুনের পরিবহন ধর্মঘট ও ১৮ জুনের জামালগঞ্জ উপজেলা পরিষদের ৫ম ধাপের নির্বাচন নিয়েও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

আমেরিকায় ১০ দিনের সফরকালে সুনামগঞ্জের প্রবাসী সাংবাদিক এডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকুসহ প্রবাসী সাংবাদিক ও প্রবাসী সুনামগঞ্জী কর্তৃক তাকে দেওয়া বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানের জন্যও তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন-নবী, সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ শহীদুল্লাহ, ডিবির ওসি কাজী মুক্তাদির আহমদ, ইন্সপেক্টর আব্দুল লতিফ তরফদারসহ পুলিশের বিভিন্ন শাখা প্রধানগণও উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার বলেন, সরকারি বিআরটিসির বাসের সেবা যাতে জেলার জনগণ সহজে পায় সেই পথ সুগম করার ও ধর্মঘটের নামে পরিবহণ সেক্টরে পরিকল্পিত অরাজক পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের নজরদারী বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জামালগঞ্জে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে আমরা দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।

এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ কান্তি দে, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি দৈনিক খবরপত্র প্রতিনিধি আল-হেলাল, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদারসহ স্থানীয় সাংবাদিকগন।

আরও সংবাদ

Close