শীর্ষ খবর
জড়িত আরও কয়েকজন বাদ গেছে চার্জশিট থেকে : নিহত রায়হানের মা
দেশ বিদেশে বহুল আলোচিত রায়হান হত্যাকান্ডে পিবিআই চার্জশিট জমা দিয়েছে। এতে ৫ পুলিশসহ সদস্যসহ ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার সাত মাসের মাথায় আজ বুধবার চার্জশিট জমা দিয়েছে পিবিআই।
পিবিআই’র দেয়া এই চার্জশিটে পুরো সন্তুষ্ট নয় রায়হানের পরিবার। চার্জশিট দাখিলের পর রায়হানের মা সালমা আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমি পুরোপুরি সন্তুষ্ট না। কারণ, চার্জশিটে যে পাঁচ পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে এর বাইরেও আরো দু’তিন জন রায়হান হত্যায় জড়িত রয়েছেন। কারণ, ঘটনার দিন রাতে কনস্টেবল তৌহিদ মিয়ার মোবাইল থেকে টাকা চেয়ে ফোনকল আসে। সে যদি জড়িত না থাকে তাহলে কল আসে কিভাবে। এছাড়া আরও পুলিশ এ ঘটনায় জড়িত আছেন।’
এ অবস্থায় চার্জশিটে নারাজি দেবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘চার্জশিট মাত্র দেয়া হলো। এটা আদালতে জমা হবে। চার্জশিটের কপি হাতে পাওয়ার পর আইনজীবীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ সংক্রান্ত আরও খবর: