শীর্ষ খবর
সিলেটে আবার ভূমিকম্প
সিলেটে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৯ ও ৬টা ৩১ মিনিটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি জানান, সর্বশেষ ভূকম্পনটি অনুভূত হয় সোমবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে। সিলেট অঞ্চলেই এর উৎপত্তিস্থল। তবে এর মাত্রা কত ছিল তা নিশ্চিত করতে পারেননি তিনি।
এর আগে সিলেটে গত ৩০ মে সকাল থেকে দুপুর পর্যন্ত ৯বার ভূকম্পন অনুভূত হয়। পরদিন ভোর বেলায়ও একবার ভূকম্পন হয়।