প্রবাস

সত্যবাণী আড্ডায় বাবু : কাউকে অনুকরণ নয়, আমি আমার মতো হতে চেয়েছি

লন্ডন প্রতিনিধি : অভিনয় জগতের দীর্ঘ অনুশীলনে একক কাউকে অনুকরণ নয়, তিনি নিজে নিজের মতো হতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলা নাঠক ও চলচ্চিত্রের সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ও খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবু।

সোমবার সন্ধ্যায় লন্ডনে হাউজিং প্রতিষ্ঠান ‘প্রবাসী পল্লি’র সবযোগিতায় অনলাইন সংবাদ মাধ্যম সত্যবাণীর উদ্যোগে তাঁর সম্মানে আয়োজিত এক ‘ সঙ্গীত সন্ধ্যা ও আড্ডা’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। কথোপকথন, প্রশ্নোত্তর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ভক্ত শ্রোতাদের সাথে দীর্ঘ আড্ডায় মেতে উঠা বাংলা নাটকের কিংবদন্তী অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘আমার নাটকের গুরু মামুনুর রশীদ। আমি তাঁর কাছ থেকে শিখার চেষ্টা করেছি, শিখেছি অনেক। অভিনয়ের সময় যারা সামনে থাকতেন তাদের কথা শুনতাম, অনুশীলন করতাম, কিন্তু অভিনয় করতাম আমার নিজের মতো করে। আসলে অভিনয় জীবনের প্রথম থেকেই কাউকে অনুকরণ নয়, আমি আমার মতো হতে চেয়েছি।’

সত্যবাণী পরিবার সদস্যদের সাথে ফটো সেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সত্যবাণীর উপদেষ্ঠা সম্পাদক আবু মুসা হাসান ও প্রধান সম্পাদক সৈয়দ আনাস পাশা। এসময় খ্যাতিমান এই অভিনেতাকে সাথে নিয়ে তাদের পাশে দাড়িয়ে ছিলেন অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক, রাজনীতিবিদ আনোয়ারুজ্জামান চৌধুরী, সত্যবাণীর বার্তা সম্পাদক নিলুফা ইয়াসমিন, ব্যবস্থাপনা সম্পাদক ফেরদৌসি কলি, স্পেশাল করেসপন্ডেন্ট মতিয়ার চৌধুরী ও কমিউনিটি করেসপন্ডেন্ট জামাল খান।
এরপর দর্শক অর্ডিয়েন্স নিয়ে ফজলুর রহমান বাবুর সাথে শুরু হয় কথোপকথন ও প্রশ্নোত্তর পর্ব। সত্যবাণীর পক্ষে পুরো পর্বটি উপস্থাপনা করেন, বিলেতের সুপরিচিত টেলিভিশন উপস্থাপক, গণমাধ্যম ব্যক্তিত্ব বুলবুল হাসান।

উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের জবাবে নিজের পেশাগত জীবনের অনেক না বলা কথা তাঁর ভক্তদের সাথে এসময় শেয়ার করেন ফজলুর রহমান বাবু। কথোপকথনের শুরুতেই তাঁকে নিয়ে এমন একটি অনুষ্ঠান আয়োজন করায় সত্যবাণীকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ‘সত্যবাণীর আমন্ত্রণ পেয়ে আমি উৎসাহিত হয়েছি। মনে পড়েছে, ‘আজ থেকে ২৫শ বছর আগে করা মনিষির উক্তি ঞযব ঃৎঁঃয রং পৎঁবষ, নঁঃ রঃ পধহ নব ষড়াবফ, ধহফ রঃ সধশবং ভৎবব ঃযড়ংব যিড় যধাব ষড়াবফ রঃ.। ১শ বছরেরও আগে ব্রিটেনে যারা সত্যবাণী পত্রিকার জন্ম দিয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা ও বর্তমানে যারা এটি আবার অনলাইনে নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাবু বলেন, ‘ আসলে আমরা সবাইতো সত্যি কথাটাই বলতে চাই। রবীন্দ্রনাথও বলে গেছেন ‘সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম’।

অভিনয় জগতে তাঁর এ সফলতার পেছনের মূল রহস্য জানতে চাইলে ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি ফরিদপুরের মানুষ। নদী বেষ্টিত আমার এলাকার প্রকৃতি নিয়মিতই আমাকে টানে। নদীর সাথে আমার নাড়ির সম্পর্ক। প্রকৃতিই আসলে আমাকে গড়ে তুলেছে।’

পাড়ার এক বড় ভাইয়ের আহবানে প্রথম অভিনয়, এমন তথ্য দিয়ে তিনি জানান, ফরিদপুরে আয়োজিত জাতীয় নাট্যৎসবে অভিনয়ের মাধ্যমেই এ জগতে তাঁর প্রথম পদার্পন। পড়াশোনার জন্য ঢাকায় আসার পর নাটককে নিজের করে নেন। বাবু বলেন, ‘অভিনয় আমার পছন্দের পেশা। আমি এমন একজন ভাগ্যবান মানুষ, যে নিজের পছন্দের বিষয়টিকে পেশা হিসেবে নিতে পেরেছে। আমি সব সময়ই সর্বোত ভাবে চেষ্টা করি যাতে পেশাদারিত্ব বজায় রেখেই আমি

আরও সংবাদ

Close