সারা বাংলা

রংপুরে বখাটের ছুরিকাঘাতে নার্সের মৃত্যু

রংপুরে বখাটের ছুরিকাঘাতে এক নার্সের মৃত্যু হয়েছে। উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই বখাটে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তানজিনা আক্তার (২২) ঠাকুরগাঁও শহরের গ্রামীণ চক্ষু হাসপাতালে নার্স হিসেবে কর্মমরত ছিলেন। তিনি সালন্দর ইউনিয়নের মাদরাসাপাড়া গ্রামের হামিদ আলীর মেয়ে।

গত ২০ জুন ঠাকুরগাঁও শহরের মাদ্রাসাপাড়া এলাকায় জীবন নামে এক বখাটের ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন তানজিনা আক্তার।

ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় ওঁৎ পেতে থাকা জীবন গতিরোধ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তানজিনার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে জীবন পালিয়ে যায়। পরে এলাকাবাসী জীবনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার তানজিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তানজিনার বাবা মা কন্যা হারানোর ব্যাথায় কাঁতর হয়ে পড়েছেন। তার মা ইতোমধ্যে শয্যাসায়ী হয়ে পড়েছেন।

তানজিনার বাবা হামিদ আলী অভিযোগ করে বলেন, ‘বখাটে জীবন স্কুলে যাতায়াতের পথে মেয়েদের উত্ত্যক্ত করতো। আমার মেয়ে অন্যায় সহ্য করতে না পেরে উত্ত্যক্তকারী জীবনকে শাসন করে। এরই জেরে জীবন আমার মেয়েকে ছুরিকাঘাত করে।’

তানজিনার মা সাহেদা বেগম বলেন, ‘আমার মেয়ে ছিল শান্ত স্বভাবের। সে কাউকে বিরক্ত করতো না। আমার মেয়েকে যে চাকু মেরে হত্যা করেছে আমি তার ফাঁসি চাই।’

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close