আজকের সিলেটআলোচিত খবর
ভোটার তালিকা হালনাগাদ : কোন ওয়ার্ডে কবে
সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে শুক্রবার (২৮ জুন) থেকে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৮ ও ২৯ জুন ১নং ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে নগরের চৌহাট্টা সরকারি আলীয়া মাদরাসায়। ৩০ জুন ২নং ওয়ার্ডের মদন মোহন কলেজ, ১-২ জুলাই ৩নং ওয়ার্ডের পুলিশ লাইস উচ্চ বিদ্যালয়, ৩-৪ জুলাই ৪ নং ওয়ার্ডের আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়, ৫নং ওয়ার্ডে ৫-৭ জুলাই খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ডে ৭-৮ জুলাই চৌখিদেখি আনোয়ারা মতিন একাডেমি, ৭নং ওয়ার্ডে ৯-১১ জুলাই সুবিধবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, ১২-১৪ জুলাই ৮নং ওয়াডের মদিনা মার্কেট শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদরাসা, ৯নং ওয়ার্ডে ১৫-১৭ জুলাই পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে।
১০নং ওয়ার্ডে ১৮-২০ জুলাই ঘাসিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১নং ওয়ার্ডে ২১-২২ জুলাই ভাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২নং ওয়ার্ডে ২৩-২৪ জুলাই মইনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ১৩নং ওয়ার্ডে ২৫-২৬ মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়, ১৪নং ওয়ার্ডে ২৭-২৮ জুলাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ১৫ নং ওয়ার্ডে ২৯-৩০ জুলাই মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এণ্ড কলেজ, ১৬নং ওয়ার্ডে ৩১ জুলাই থেকে ১ আগস্ট নয়াসড়ক কিশোরিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়, ১৭নং ওয়ার্ডে ২-৩ আগস্ট কাজি জালাল উদ্দিন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮নং ওয়ার্ডের ৪-৫ আগস্ট মীরাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ে হালনাগাদ কার্যক্রম চলবে।
১৯নং ওয়ার্ডে ৬-৭ আগস্ট শাহী ঈদগাহ হাজি শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০নং ওয়ার্ডে ৮ ও ১৮ আগস্ট সাদিপুর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়, ২১নং ওয়ার্ডের ১৯-২০ আগস্ট সৈয়দ হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২নং ওয়ার্ডের ২১-২২ আগস্ট উপ-শহর বি-ব্লকের শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয়, ২৩নং ওয়ার্ডের ২৩ আগস্ট মাছিমপুর আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৪নং ওয়ার্ডে ২৪-২৫ আগস্ট গাজি বুরহান উদ্দিন ইসলামিয়া মাদরাসা, ২৫নং ওয়ার্ডে ২৬-২৭ আগস্ট কাইস্তরাইল উচ্চ বিদ্যালয়, ২৬নং ওয়ার্ডে ২৮-২৯ আগস্ট নছিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এবং ২৭নং ওয়ার্ডে ৩০-৩১ আগস্ট গোটাটিকর উচ্চ বিদ্যালয়ে চলবে হালনাগাদের কাজ।