আজকের সিলেটসুনামগঞ্জ
তাহিরপুরে জমি নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত : আটক ১৫
জমি নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের তাহিরপুরে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও মধ্যপাড়ার লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে তাৎক্ষণিক আহতদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে গুরুতর অবস্থায় তাদের সিলেট এম এ জি ওসমামী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- দুধের আউটা গ্রামের মধ্যপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. আলী হায়দর (৩০), তার মেয়ে মোছা. নুরমিনা আক্তার (১৮), একই এলাকার পেয়ার আলীর ছেলে মোস্তফা মিয়া (২৬) ও উজ্জল মিয়া (২৮) মৃত আব্দুল গফুরের ছেলে নয়ন মিয়া (৪০), কাঞ্চন মিয়া (৩৫) ও তার ছেলে রজ্জাক মিয়া (১৭), লায়েক মিয়ার ছেলে কাজিম উদ্দিম (৩৮) ও মো. আব্দুল ছত্তারের ছেলে রতন মিয়া (২৪)। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুধের আউটা গ্রামের মো. নুরুল হক গং, পেয়ার আলী গং ও তাজু মিয়া গংদের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। এরই জেরে মঙ্গলবার কথা কাটাকাটির একপর্যায়ে তিনটি পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পেটে, চোখে ও পিঠে দেশীয় অস্ত্রের আঘাত লেগে অন্তত ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ দিকে, ঘটনার পর সদর হাসপাতাল থেকে দুই পক্ষের দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এছাড়া তাহিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ১১ জনসহ মোট ১৩ জনকে আটক করে।