আজকের সিলেটসুনামগঞ্জ

তাহিরপুরে জমি নিয়ে সংঘর্ষে ১৫ জন আহত : আটক ১৫

জমি নিয়ে বিরোধের জের ধরে  সুনামগঞ্জের তাহিরপুরে সংঘর্ষে  ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পূর্বপাড়া, পশ্চিমপাড়া ও মধ্যপাড়ার লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে তাৎক্ষণিক আহতদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে গুরুতর অবস্থায় তাদের সিলেট এম এ জি ওসমামী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- দুধের আউটা গ্রামের মধ্যপাড়া এলাকার নুরুল হকের ছেলে মো. আলী হায়দর (৩০), তার মেয়ে মোছা. নুরমিনা আক্তার (১৮), একই এলাকার পেয়ার আলীর ছেলে মোস্তফা মিয়া (২৬) ও উজ্জল মিয়া (২৮) মৃত আব্দুল গফুরের ছেলে নয়ন মিয়া (৪০), কাঞ্চন মিয়া (৩৫) ও তার ছেলে রজ্জাক মিয়া (১৭), লায়েক মিয়ার ছেলে কাজিম উদ্দিম (৩৮) ও মো. আব্দুল ছত্তারের ছেলে রতন মিয়া (২৪)। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুধের আউটা গ্রামের মো. নুরুল হক গং, পেয়ার আলী গং ও তাজু মিয়া গংদের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। এরই জেরে মঙ্গলবার কথা কাটাকাটির একপর্যায়ে তিনটি পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পেটে, চোখে ও পিঠে দেশীয় অস্ত্রের আঘাত লেগে অন্তত ১৫ জন আহত হয়। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ দিকে, ঘটনার পর সদর হাসপাতাল থেকে দুই পক্ষের দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এছাড়া তাহিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ১১ জনসহ মোট ১৩ জনকে আটক করে।

আরও সংবাদ

Close