প্রবাস

শফিক চৌধুরীকে হিথরো বিমানবন্দরে সংবর্ধনা

লন্ডন প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে। দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বিগত ১০ বছরে বাংলাদেশ যে উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন করেছে তা বিশ্বব্যাপী প্রসংশিত। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি , শিল্প, যোগাযোগ এমন কোন খাত নেই যেখানে শেখ হাসিনার যাদুকরি উন্নয়নের ছোয়া লাগেনি, তার নেতৃত্বে আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি, সমুদ্র জয় করেছি, আন্তজাতিক অঙ্গনে বাংলাদেশ সম্মানের সাথে মাথা উচু করে দাড়াতে সক্ষম হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা সকল প্রবাসীদের কাছে তুলে ধরতে হবে।

২৬ জুন শফিকুর রহমান চৌধূরী হিথরো বিমানবন্দরে পৌছালে যুক্তরাজ্য আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে তাকে দেয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদের ও জনসংযোগ সম্পাদক রবীন পালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সুলতান মাহমুদ শরীফ বলেন জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, তার হাতকে শক্তিশালী করতে শফিক চৌধুরীর মতো আদর্শবান নেতার প্রয়োজন, তিনি শফিক চৌধুরীর যুক্তরাজ্য সফরের সফলতা কামনা করেন।

সভায় বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি শাহ আজিজুর রহমান ও হরমুজ আলী, প্রবাস বিষয়ক সম্পাদক আনছারুল হক, শিল্প ও বানিজ্য সম্পাদক আসম মিসবাহ, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমেদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সহসভাপতি ইলিয়াছ মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, আন্তজাতিক সম্পাদক আমিনুল হক জিলু, প্রবাস কল্যান সম্পাদক আসাদুর রহমান আসাদ, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ তাজির উদ্দিন মান্নান, কভেন্টি আওয়ামীলীগের সভাপতি মকদ্দুছ আলী, নর্থাম্পটন আওয়ামীলীগের সভাপতি, এম এ রউফ, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মুসলিমা সামস বনি, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আব্দুল মুকিত চুনো এমবিই, সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সহ সভাপতি আহবাব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, ও আবুল কালাম আজাদ, যুক্তরাজ্ কৃষকলীগের সভাপতি সৈয়দ তারেক আহমদ, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি রাজু মন্তর ও আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মতব্বীর হোসেন চুনো, জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, সাইফুল ইসলাম রানা, মানিক মিয়া, লুটন আওয়ামীলীগের নেতা মজনু মিয়যা, আশিকুল ইসলাম আশিক, যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য আব্দুল অদুদ সাকো, যুক্তরাজ্য তাতিলীগের যুগ্ম আহবায়ক সিজিল মিয়া, আব্দুল ছুবান বারী, খালিক মিয়া, আলম হোসেন, আহমদ ফখর কামাল, ইসলাম উদ্দিন, ইস্ট লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টুনু মিয়া, ওয়ালথাম আবে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালেহ আহমদ, শ্রমিক লীগ নেতা শাহজাহান মিয়া, আনছার মিয়া, আরোখ চৌধুরী, সেন্টাল বন আওয়ামীলীগের নেতা জুনেদ চৌধুরী, ছালিক মিয়া, বিশিস্ট ব্যবসায়ী গোলাম জিলানি, লাল মিয়া, যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সারওয়ার কবির।

আরও সংবাদ

Close