আজকের সিলেট

কাজে ফিরলেন সিলেটের করোনাজয়ী ৫৮ পুলিশ সদস্য

করোনা জয় করে কর্মক্ষেত্রে ফিরেছেন সিলেট জেলা পুলিশের ৫৮ সদস্য। তাদেরকে ফুল ও ফল দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার বিকেলে সিলেট জেলা পুলিশ লাইন্সে শহীদ বীরমুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তনে তাদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম।

সংবর্ধনা অনুষ্ঠানে করোনাজয়ী পুলিশদের রক্ত দিয়ে সিলেটে প্লাজমা ব্যাংক করার ঘোষণা দেন পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামীতে যেসব পুলিশ সদস্য করোনা আক্রান্ত হবেন, তাদের করোনাজয়ীরা প্লাজমা দেবেন। প্রয়োজনে সাধারণ মানুষকেও প্লাজমা দিয়ে সুস্থ হতে সহায়তা করবেন করোনাজয়ী সিলেটের পুলিশ সদস্যরা।

পুলিশ সুপার আরও বলেন, করোনা একটি বৈশ্বিক মহামারি। এ থেকে উত্তরণের একমাত্র রাস্তা হচ্ছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা। আজ যারা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনগুলো মোকাবিলায় আমাদের সচেষ্ট থাকতে হবে।

আরও সংবাদ

Close