শীর্ষ খবর
২৫ শতাংশ ভোট প্রদানকে ভালো বলতেই হবে : হাছান মাহমুদ

সদ্য সমাপ্ত হওয়া সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত ভালো হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, সমস্ত বিচারে ঢাকা শহর এবং স্থানীয় সরকার নির্বাচনের ইতিহাসে অত্যন্ত ভালো একটি নির্বাচন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনগুলোতে গড়পড়তা ২৪ থেকে ৩০ শতাংশ ভোট প্রদানের নজীর। সে তুলনায় আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ শতাংশ ভোট প্রদানকে ভালো বলতেই হবে।
রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, ‘সিটি নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে। আর আজকের হরতালে সাড়া না দিয়ে জনগণ বিএনপির অভিযোগগুলোও প্রত্যাখান করেছে।’ ঢাকায় তিন কারণে ভোটাররা ভোট দিতে যাননি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রথমত তিনদিনের টানা ছুটি, দ্বিতীয়ত ইভিএম নিয়ে বিএনপির নেতিবাচক প্রচারণা এবং তারা নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ হিসেবে নেয়া।’