শীর্ষ খবর

মোস্তাফিজের মাইলফলক : পাকিস্তানের সংগ্রহ ৩১৫

পাকিস্তানের সামনে ৩৩০-৩৪০ করার সুযোগ ছিল। তবে শেষ পাওয়ার প্লেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের উইকেট একটার পর একটা তুলে নিতে থাকেন টাইগার বোলাররা।

শেষ ১০ ওভারে পাকিস্তান তুলতে পেরেছে ৮৫ রান। তবে উইকেট হারিয়েছে ৭টি। এর মধ্যে ৫টিই নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ৫০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ৩১৫ রান। অর্থাৎ জিততে হলে ৩১৬ রান করতে হবে টাইগারদের।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা তেমন ভালো হয়নি। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ অস্বস্তিতেই ছিল তারা।

এদিকে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজুর রহমান। ৫৪ ম্যাচের ৫৩ ইনিংসে বল করে এই মাইলফলক স্পর্শ করেন।

এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার রেকর্ড ছিলো বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের দখলে। ১০০ উইকেট পেতে রাজ্জাকের লেগেছিল ৬৯টি ওয়ানডে।

আরও সংবাদ

Close