আজকের সিলেট

চার দফা দাবিতে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

আজকের সিলেট প্রতিবেদক: চার দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেছে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

ক্লাস, পরীক্ষা ও প্র্যাকটিস বর্জন করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট নার্সিং কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে, সাধারণ সম্পাদক শিথি শিকদার ও কোষাধ্যক্ষ তানজিনা তিথি প্রমুখ। সমাবেশে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার ঘোষণা দেন।

নার্সিং কলেজের শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, নতুন সিলেবাস বাতিল করে পুরাতন সিলেবাস বহাল করা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকা করা এবং বৃত্তি ২ হাজার থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা এবং সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃষ্টি করে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা।

আরও সংবাদ

Close