আজকের সিলেট
বিকাশে দেয়া যাবে জালালাবাদের গ্যাসের বিল
আজকের সিলেট প্রতিবেদক: এখন থেকে বিকাশে পরিশোধ করা যাবে গ্যাস বিল। এ উপলক্ষে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে বিকাশের চিফ কমার্সিয়াল অফিসার মিজানুর রশীদ এবং জালালাবাদ গ্যাসের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) প্রকৌশলী শাহিনুল ইসলামের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
এর ফলে এখন থেকে জালালাবাদ গ্যাস লিমিটেডের গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্ডেটর মাধ্যমে যে কোনো স্থান থেকে যে কোনো সময় সহজে বিল পরিশোধ করতে পারবেন।
এ চুক্তির আওতায় জালালাবাদ গ্যাসের আওতাভুক্ত সিলট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার প্রায় এক লাখ ১০ হাজার গ্রাহক উপকৃত হবেন। তারা বিকাশে বিল পরিশোধে সুবিধা পাবেন। কেবল বিল পরিশোধই নয়, গ্রাহকরা গ্যাস বিলের পরিমাণও তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে দেখে নিতে পারবেন। ফলে বিল পরিশোধে আরও গতিশীলতা আসবে এমনটাই আশা সংশ্লিষ্ঠদের।