আজকের সিলেটসুনামগঞ্জ

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল পিতা-পুত্রের

আজকের সিলেট প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামে বৌলাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিনের মানিকখিলা গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে হারিদুল (৪৫) ও তার ছেলে (হারিদুল) তারা মিয়া (১০)।

জানা যায়, একটি ছোট নৌকায় করে হারিদুল তার ছেলে তারা মিয়াকে নিয়ে স্থানীয় বৌলাই নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে তারা ঘটনাস্থলেই নিহত হন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও সংবাদ

Close