শীর্ষ খবর

বিপদসীমার উপরে কুশিয়ারার পানি

আজকের সিলেট প্রতিবেদক: সিলেট অঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। বিভিন্ন নদীর পানি হু-হু করে বাড়ছে। সুনামগঞ্জ জেলা শহরের নবীনগর-ধারার গাও এলজিইডি‘র পাকা সড়ক ঢলের তোড়ে ভেসে গিয়ে কয়েক ফুট গর্তের সৃষ্টি হয়। শহরের সাথে কয়েকটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জকিগঞ্জের বাঁধ ভেঙে পানি বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে।

মৌলভীবাজার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদী বিপদসীমার ৪৮ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

অব্যাহত প্রবল বর্ষণে পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। মৌলভীবাজার সদর উপজেলার হামরকোণা, ব্রাহ্মণগ্রাম, শেরপুর পুরাতন বাজার এলাকার বিভিন্ন স্থানে বাঁধ উপচে লোকালয়ে তীব্র গতিতে পানি প্রবেশ করছে।

স্থানীয়রা জানান, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোণা জামে মসজিদের পাশে, দাউদপুর সড়কে মধ্যস্থল, ব্রাহ্মণগ্রাম এলাকায় বন্যা প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

স্থানীয় চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় বালু ভর্তি বস্তা ফেলে পানি আটকানো যাচ্ছে না বলে জানান স্থানীয় খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু।

তিনি বলেন, নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সময় গড়ানোর সাথে সাথে বাঁধের উপর দিয়ে পানির প্রবাহ বাড়ছে। এতে হামরকোণা, দাউদপুর, ব্রাহ্মণগ্রামের শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

এদিকে শনিবার সন্ধ্যার দিকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সদর উপজেলা নির্বাহী অফিসার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন গেছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, রাস্তা ও বাঁধ উপচে আসা পানি সাময়িকভাবে বন্ধ করার জন্য স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে দুই হাজার বস্তা দেওয়া হয়েছে। এই সব বস্তা বালু ভর্তি করে ওভারফ্লো স্থানে ফেলা হচ্ছে।

আরও সংবাদ

Close