আজকের সিলেট

সোমবার থেকে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান

অবশেষে উচ্চ আদালতের নির্দেশে সবধরনের ব্যাটারিচালিত অবৈধ বাহন বন্ধ হচ্ছে সিলেটে। পূর্বে একাধিকবার ট্রাফিক পুলিশ ও সিসিক অভিযান চালালেও এসব অবৈধ বাহন বন্ধ কার্যকর হয়নি। বরং দিন দিন এসব যানের সংখ্যা বাড়ছেই সিলেটে।

এদিকে, সিলেট মহানগরী এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা, টমটম চলাচলের বন্ধে ব্যাপারে আগামী ৮ নভেম্বর থেকে উচ্চ আদালতের নির্দেশে অভিযানে নামবে সিসিক।

সিসিকের এমন নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে সিলেট মহানগরী এলাকায় কোন প্রকার ব্যাটারি চালিত যানবাহন আর চলতে দেয়া হবেনা। আগামী ৮ নভেম্বর থেকে আদালতের নির্দেশে কঠোরভাবে অভিযান শুরু করবে সিসিক।

আরও সংবাদ

Close