আন্তর্জাতিক
২০ বছর পর গ্রীক রাজধানী এথেন্সে ভূমিকম্প
শক্তিশালী ভূমিকম্পে ১৫ সেকেন্ডের জন্য কেঁপে উঠল গ্রীসের রাজধানী এথেন্স। এই ভূমিকম্পের আঘাতে টেলিকম ও বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এথেন্স থেকে ২২ কিলোমিটার দূরে সৃষ্ট ভূমিকম্পটি ৫ দশমিক ১ মাত্রার ছিল বলে রেকর্ড করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, কম্পনের সময় লোকজন তাড়াহুড়ো করে রাস্তায় নেমে পড়ে। বড় বড় ভবন খালি হয়ে যায় মুহূর্তেই। এখনো পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া না গেলেও একজন পর্যটক সামান্য আহত হয়েছে বলে জানা যায়। বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
স্থানীয় গণমাধ্যমের মতে, ভূমিকম্পনটি এথেন্সের কেন্দ্রে অনুভূত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হবার ফলে অগ্নি নির্বাপক লোকের কাছে লিফটে আটকে পড়ার অনেক অভিযোগ এসেছে। ১৯৯৯ সালের পর এই প্রথম গ্রীক রাজধানীতে ভূমিকম্প আঘাত হানল।