আজকের সিলেট

জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে শিক্ষক সমিতির অনশন

আজকের সিলেট প্রতিবেদক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখা।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, বেতন ভাতা থেকে ১০ ভাগ কর্তন বন্ধ, ঈদের আগে উৎসব ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত  এ কর্মসূচি পালন করে।

অনশন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণে দাবি শিক্ষকদের দীর্ঘদিনের। এছাড়া আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে শিক্ষক ও কর্মচারীদের বেতন থেকে ১০ ভাগ কর্তনের নিয়মটি অযৌক্তিক ও অমানবিক। এটি বাতিল করতে হবে। এছাড়া ঈদের আগে সকল শিক্ষক ও কর্মচারীদেরকে উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দারের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, সহ-সভাপতি অধ্যক্ষ আজির উদ্দিন ও কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা কামাল প্রমুখ।

দুপুর দেড়টায় আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজর অধ্যক্ষ সৈয়দ মুয়াদ্দিস আহমেদ শরবত খাইয়ে শিক্ষকদের অনশন ভাঙান।

আরও সংবাদ

Close