শীর্ষ খবর

ডেঙ্গু শনাক্তকরণে প্রতিদিন ২ লাখ কিট আমদানী করবে সরকার

সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু শনাক্তকরণের কিট সহজলভ্য ও সরবরাহ নিশ্চিতের উদ্যোগ নিয়েছে ওষুধ প্রশাসন। অধিদফতরের দাবি, প্রতিদিন দুই লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণ কিট আমদানি করা হচ্ছে।

জানা গেছে, বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আজ (শনিবার) প্রতিবেশী দেশ ভারত থেকে এক লাখ ৮০ হাজার ৫০টি কিট বাংলাদেশে পৌঁছাবে। এছাড়া প্রতিদিন বিভিন্ন আমদানিকারকের মাধ্যমে দুই লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণের কিট দেশে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

দেশের মেডিকেল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান ওএমসি হেলথ কেয়ার (প্রা.) লি. গত ৬ আগস্ট থেকে প্রতিদিন ৩৫ হাজার পিস ডেঙ্গু শনাক্তকরণের কিট উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি মোট ২০ লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণের কিট আমদানি করবে।

আরও সংবাদ

Close