শীর্ষ খবর

ডেঙ্গু পরীক্ষার কিট আমদানীতে কর মওকুফ

ডেঙ্গু টেস্ট কিট ও রি-এজেন্ট আমদানির ওপর যাবতীয় আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডেঙ্গু পরীক্ষার খরচ কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার এনবিআরের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু টেস্ট কিট ও রি-এজেন্টের ওপর আরোপনীয় সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর অব্যাহতি প্রদান করা হয়েছে। এ সুবিধা ২০১৯ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পরিমাণ পণ্য আমদানিতে এ সুবিধা কার্যকর হবে। আমদানিকৃত পণ্যসমূহ মানসম্মত কি না তা ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত মনিটরিং করবে।

এর আগে রাজধানীতে সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার খরচ ৫০০ নির্ধারণ করে সরকার।

আরও সংবাদ

Close