শীর্ষ খবর

ভারতের সাথে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত পাকিস্তানের

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের জের ধরে বুধবার দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কও সীমিত করার ঘোষণা দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

সোমবার নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে কেন্দ্রের শাসন জারি করে। এর প্রতিক্রিয়ায় একদিন পর এই ঘোষণা দিলো পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেন। এতে বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কমিটি জম্মু ও কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখা (এলওসি) নিয়ে ভারত সরকারের একপক্ষীয় ও অবৈধ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে।

এতে আরো বলা হয়েছে, কমিটি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় বিষয়টি জাতিসংঘে উত্থাপনের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

পাকিস্তানের এই ঘোষণা নিয়ে তাৎক্ষণিকভাবে ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও সংবাদ

Close