আজকের সিলেট

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম সিলেটে

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। চলতি মাসের ১১ দিনেই আক্রান্ত হয়েছেন মোট আক্রান্তের ৫০ শতাংশেরও বেশি।

দেশের বিভিন্ন বিভাগের হিসাব অনুযায়ী আক্রান্তের হার সবচেয়ে কম সিলেট বিভাগে। সিলেটে ৩৯ জন আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে ৩৫৭ জন।

এছাড়া চট্টগ্রামে ২৩৭, খুলনায় ২০৯, রংপুরে ৭৫, রাজশাহীতে ১৪৭, বরিশালে ১৮৪, ও ময়মনসিংহ বিভাগে ১০৫ রোগী ভর্তি হন।

আক্রান্ত রোগীদের মধ্যে সরকারি হিসাব অনুযায়ী, মারা গেছেন ৪০ জন। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা দ্বিগুণের বেশি দাবি করা হচ্ছে।

আরও সংবাদ

Close