আজকের সিলেটহবিগঞ্জ
হবিগঞ্জে ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
হবিগঞ্জে ঘাস কাটা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় অন্তত ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের আওরা গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুড়ি হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওরা গ্রামের পার্শ্ববর্তী গুঙ্গিয়াজুড়ি হাওরে ঘাস কাটা নিয়ে তাজুল ইসলাম ও সাবাজ মিয়ার পক্ষের দুইজন লোকের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় তারা বাড়িতে এসে বিষয়টি অবগত করলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়াধি নিয়ে পুর্ব বিরোধও ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।