আজকের সিলেট

ওসমানীনগরে হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

আজকের সিলেট প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে হাওর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব তিলাপাড়া হাতাইর বাড়ির পাশে মুক্তারপুর হাওর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুরুঙ্গা ইউপির পূর্ব তিলাপাড়া মুক্তারপুর হাওরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃত ব্যক্তির পরনে একটি সাদা গেঞ্জি ও শর্ট প্যান্ট ছিল।

ওসমানীনগর থানার ওসি(তদন্ত) এসএম মাঈন উদ্দিন বলেন, লাশের মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশ পচে গলে গেছে। ধারণা করা হচ্ছে লাশটি কয়েক দিন আগের ও অন্য কোনো স্থান হতে ভেসে এসেছে।

আরও সংবাদ

Close