শীর্ষ খবর

তৃতীয় শ্রেণী পর্যন্ত থাকছেনা বার্ষিক পরীক্ষা

২০২১ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা নেয়া হবে না।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে ক্লাস পরীক্ষার মাধ্যমে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। প্রাথমিক পর্যায়ে দেশের ১০০টি বিদ্যালয়ে পাইলটিং হিসেবে এ কার্যক্রম শুরু করা হবে। পাইলটিং কার্যক্রম শেষে ২০২১ সাল থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এ পদ্ধতি চালু হবে। একই সঙ্গে, ২০২১ সাল থেকে প্রাথমিক পর্যায়ে নতুন পাঠ্যক্রম প্রণয়ন করা হবে।”

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, বর্তমানে স্বাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ ভাগ। এই হার বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার।

আরও সংবাদ

Close