আজকের সিলেট
সিলেটে মাজার জিয়ারতে এসে বাবার জন্য কাঁদলেন সাদ এরশাদ
আজকের সিলেট প্রতিবেদক: সিলেটে দুই ওলির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদপুত্র সাদ এরশাদ।
আজ শনিবার দুপুর ১টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
এরপর দুপুর ২টার দিকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় মাজারে গিলাফ ছড়ান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা এবং সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা।
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাদ এরশাদ সাংবাদিকদের বলেন, এর আগে তিনি কয়েকবার সিলেটে এসেছেন। কিন্তু বাবা ছাড়া তিনি এই প্রথম সিলেটে মাজার জিয়ারত করতে আসলেন। এসময় বাবার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাদ।
পরে সাদ এরশাদ হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করে সার্কিট হাউসে যান। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। রাতে তিনি ঢাকায় ফিরে আসেন।
মাজার জিয়ারতকালে তার সাথে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য ফয়ছল চিশতি, শফিকুল ইসলাম সেন্টু, এটিইউ তাজ রহমান, সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।