আজকের সিলেট

স্লোভাকিয়ার জঙ্গলে মিললো বিশ্বনাথের ব্যাংক কর্মকর্তা ফরিদের লাশ

আজকের সিলেট প্রতিবেদক: ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার সময় স্লোভাকিয়ারর জঙ্গল থেকে নিখোঁজ হওয়া সিলেটের সাবেক ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ১১দিন পর সিলেটের বিশ্বনাথের সাবেক ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমদের (৩৫) মরদেহ স্লোভাকিয়ার স্টরিনা নামের একটি জঙ্গলে পাওয়া গেছে।

গত ১ সেপ্টেম্বর দালালের মাধ্যমে ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার পথে স্লোভাকিয়ার ওই জঙ্গল থেকে নিখোঁজ হন তিনি।

বৃহস্পতিবার রাতে তার লাশ শনাক্ত করেছেন স্বজনরা। ফরিদ উদ্দিন সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের সমশাদ আলীর ছেলে।

জানা গেছে, দালালের মাধ্যমে ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার পথে গত ২ সেপ্টেম্বর স্লোভাকিয়ার জঙ্গলে নিখোঁজ হন ফরিদ। পরে গত ৯ সেপ্টেম্বর স্লোভাকিয়ার স্টারিনা এলাকার জঙ্গল থেকে ফরিদের লাশ উদ্ধার করে পুলিশ। অনলাইন সংবাদ মাধ্যমে খবরটি দেখে যুক্তরাজ্যে বসবাসরত ফরিদ উদ্দিনের চাচা আলকাছ আলী স্লোভাকিয়া পুলিশের সাথে যোগাযোগ করেন। তিনি গত ১২ সেপ্টেম্বর স্লোভাকিয়া গিয়ে ফরিদের লাশ শনাক্ত করেন।

ফরিদ উদ্দিন ইরা তাসফিয়া নামের তিন বছরের এক মেয়ের জনক। ফরিদের মৃত্যুর খবরে তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল দেখার জন্য রাশিয়া যান ফরিদ উদ্দিন। এরপর তিনি দালালের মাধ্যমে রাশিয়া থেকে ইউক্রেন চলে যান। সেখান থেকে ফ্রান্স যাওয়ার সময় জঙ্গলে তার মৃত্যু হয়।

আরও সংবাদ

Close