শীর্ষ খবর

ড. আবদুল কালাম আন্তর্জাতিক শ্রেষ্ঠত্ব পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

বিশিষ্ট বিজ্ঞানী ও ভারতের সাবেক রাষ্ট্রপতি ভারতরত্ন ড. এ পি জে আবদুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে চালু হওয়া ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পুরস্কার গ্রহণ করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তারা (ভারত) আমাদের ১ কোটি বেশির মানুষকে তখন আশ্রয় দিয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই আমাদের এ দেশ থেকে অতি দ্রুত দারিদ্র-ক্ষুদা দূর হোক, যেটা জাতির পিতার চেয়েছিলেন। জাতির পিতার চেয়েছিলেন এ দেশের মানুষ উন্নত দেশের মতো জীবন-যাবন করুক। এটা এ দেশের মানুষের অধিকার। কিন্তু জাতির পিতাকে সেটা করতে দেওয়া হলো না।

শেখ হাসিনার হাতে ‘ড. কালাম স্মৃতিপদক-২০১৯’ তুলে দেন ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনালের প্রধান উপদেষ্টা টি পি শ্রীনিবাসন ও সংস্থাটির চেয়ারপারসন দীনা দাস।

বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলা এবং অসামান্য অবদান, জনকল্যাণ ও আন্তর্জাতিক শান্তি-সহযোগিতায় বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রীকে এ পদক দেওয়া হয়।

আরও সংবাদ

Close