শীর্ষ খবর

শক্তি কমেছে বুলবুলের : সারাদেশে প্রাণ গেল ১০ জনের

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সারাদেশে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ঝড়ের তাণ্ডব চলাকালীন অসুস্থ হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছ।

পাশাপাশি ঘরবাড়ি লণ্ডভণ্ডসহ প্রায় শতাধিকেরও বেশি মানুষ আহত হয়েছেন।

রাত ৮ টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় বুলবুল পরিণত হয়েছে স্থল নিম্নচাপে উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড় বুলবুল বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পরিণত হয়েছে গভীর স্থল নিম্নচাপে। ভারতের আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় এর প্রভাব থাকবে আরও ছয় ঘণ্টা।

সারাদেশে ১০ জনের মৃত্যু

খুলনা: ঝড়ো বাতাসে গাছ ভেঙে পড়ে খুলনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- খুলনার উপকূলীয় দাকোপ উপজেলার প্রমিলা মণ্ডল (৫২) ও দিঘলিয়া উপজেলার আলমগীর (৩৫)।

গোপালগঞ্জ: ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাছচাপায় ছাকেন হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ ও সদর উপ‌জেলার গোলাবা‌ড়িয়া গ্রামে ম‌তি বেগম (৬৫) নামে অপর এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ঝড়ো হাওয়ায় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে মো. আলীবক্স ছৈয়াল (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দেওজুড়ি গ্রামের মৃত জমিরুদ্দিন ছৈয়ালের ছেলে ও পেশায় একজন ভ্যানচালক।

মাদারীপুর: বুলবুলের আঘাতে মাদারীপুরে ঘরের টিনের চাল ভেঙে সালেহা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামী আব্দুল আজিজ খাঁ।

পটুয়াখালী: উপকূলে হানা দেওয়ার পর ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জ উপজেলায় ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) ভোর রাতে উপজেলার উত্তর রামপুরা গ্রা‌মে এ দুর্ঘটনা ঘটে।

বা‌গেরহা‌ট: ধেয়ে আসা ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গাছ ভেঙে বা‌গেরহা‌টের রামপা‌ল উপজেলায় গাছচাপায় সা‌মিয়া খাতুন (১৫) নামের এক‌ তরুণীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব চলাকালে আবুল কালাম (৬০) নামে একজন বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন। ত‌বে, জেলা প্রশাসনের দাবি, তি‌নি অসুস্থতাজনিত কারণে হার্ট অ্যাটা‌কে মারা গে‌ছেন।

বরিশাল: উজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বসতঘরের নিচে চাপা পড়ে আশালতা মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বিকাল ৩টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আশালতা উজিরপুর পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারসী এলাকার বাসিন্দা।

বরগুনা: ঘূর্ণিঝড় বুলবুলের গ্রাসে বরগুনা সদর উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় থেকে বাঁচতে তিনি উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ‘ডিএল কলেজ’ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন। শনিবার (৯ নভেম্বর) রাতে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়।

পিরোজপুর: ঘূর্ণিঝড় বুলবুল ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার গতিতে বাতাসের শক্তিতে ছুটে এসে উপকূলে আঘাত হানায় পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ননী গোপাল মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে ওই পরিবারের সুমী ও নাসির (১৬) নামে দুই শিশু।

ভোলা: ঘূর্ণিঝড় বুলবুল উপকূলে আছড়ে পড়ার পর ভোলায় প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া মুষলধারে বৃষ্টিসহ ঝড়ো আবহাওয়ার মধ্যে এসব ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আহতদের মধ্যে দুইজন ভোলা সদর হাসপাতালে এবং বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও সংবাদ

Close