আন্তর্জাতিকশীর্ষ খবর
৬৯ শতাংশ মুসলিম ভোট দিয়েছেন বাইডেনকে
এবারের মার্কিন নির্বাচনে বাইডেন পেয়েছেন ৬৯ শতাংশ মার্কিন মুসলিমের ভোট এবং ৩ কংগ্রেসম্যানসহ নির্বাচিত ১০ মুসলিম প্রার্থী। ভোটও দিয়েছেন রেকর্ড পরিমাণ মুসলিম ভোটার।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এই তথ্য জানিয়েছেন। তাদের দেয়া তথ্যমতে, ৮৪ শতাংশ রেজিস্ট্রিকৃত মুসলিম ভোটার নিজেদের ভোটাধিকার পয়োগ করেছেন। ট্রাম্পকে ভোট দিয়েছেন ১৭ শতাংশ মুসলিম। -আরব নিউজ, ওয়েব
এবারের হাউজ অব রিপ্রেজেন্টিটিভস নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছেন আন্দ্রে কারসন, ইলহান ওমর ও রাশিদা তালিব। গত বছর ইলহান উপর মিশিগান থেকে আরেক মুসলিম সদস্য কেইথ এলিসনকে পরাজিত করে নির্বাচিত হন। এর বাইরে স্থানীয় প্রতিনীধি পরিষদ ও রাজ্য সিনেটে ২ বাংলাদেশি বংশোদ্ভূত সহ আরও ৭ মুসলিম নির্বাচিত হয়েছেন। আবুল খান ও শেখ রহমান বাংলাদেশি বংশোদ্ভূত। বাকীরা হলেন, আইমান জাদেহ, মৌরি টার্নার, মাদিনা উইলসন অন্তন, সামবা বালদেহ ও ক্রিস্টোফার বেনজামিন।