শীর্ষ খবর

সিলেট নগরীতে শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেট নগরীতে শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম (ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন)। সিটি কর্পোরেশন এলাকায় ৭, ৮ ও ৯ আগস্ট গণটিকাদান কার্যক্রম চলবে।

সিলেট জেলা ও মহানগরে ১৮১টি কেন্দ্রের ৩৮১টি বুথে চলছে এ ক্যাম্পেইন।

শনিবার সকাল ৯টায় সিলেটে গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন। তিনি পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে বলে জানান।

সিলেট সিভিল সার্জন কার্যালয় ও সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্র জানিয়েছে, সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৩৮১টি বুথে গণটিকাদান কার্যক্রম চলছে। এর মধ্যে মহানগরীতে ২৭টি ওয়ার্ডে তিনটি করে ৮১টি কেন্দ্র রয়েছে। অন্যদিকে জেলার ১৩টি উপজেলায় ১০০টি কেন্দ্রে তিনটি করে ৩০০টি বুথ রয়েছে। প্রতিটি বুথে আজ ৩০০ জনকে টিকা প্রদানের আশা করছেন সংশ্লিষ্টরা।

আমরা আগামী দুদিনও এ কার্যক্রম চালাবো। টিকাদানকেন্দ্র সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চালু রাখার কথা। কিন্তু প্রয়োজন হলে আমরা ৪টা, ৫টা অবধি কেন্দ্র খোলা রেখে টিকা দেব।’

গণটিকাদানের শুরুতে ‘কিছুটা ভুলভ্রান্তি ও অব্যবস্থাপনা হতে পারে’ মন্তব্য করে ডা. জাহিদ বিষয়টি ‘ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার’ আহবান জানিয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিকা নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও সচল ফোন নিয়ে কেন্দ্রে যেতে হবে। সেখানে তাৎক্ষণিক নিবন্ধন শেষে টিকা দেয়া হবে।

সিলেট সিটি করপোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, আজকে সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে আমার ৫ নম্বর ওয়ার্ড গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। দিনভর মানুষ বিপুল উৎসাহ নিয়ে টিকা দিতে এসেছেন।

আরও সংবাদ

Close