সারা বাংলা
ক্যান্সারের উপাদান থাকায় নিষিদ্ধ হলো রেনিটিডিন
যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) চলতি মাসের শুরুর দিকে ক্যান্সারের উপাদান রয়েছে বলে ধারণা করে গ্যাস্ট্রিকের ট্যাবলেট রেনিটিডিন ট্যাবলেট সেবনের ব্যাপারে সতর্কতা জারি করে।
গ্যাস্ট্রিকের ট্যাবলেট রেনিটিডিনে ক্যানসার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতির বিষয়ে তদন্ত শুরুর পর বিশ্ববাজার থেকে ওষুধটি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ওষুধ প্রস্তুতকারী ব্রিটিশ সংস্থা গ্ল্যাক্সো স্মিথ ক্লাইন (জিএসকে)। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের বাজার থেকে ট্যাবলেটটি তুলে নেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
ঐ ঘটনার প্রেক্ষিতে এবার বাংলাদেশের বাজারেও রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, দেশের মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ শিল্প সমিতির নেতাদের আলোচনা শেষে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি উৎপাদন ও বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তিনি জানান, বর্তমানে বাংলাদেশের ৩১টি ওষুধ কোম্পানি প্রতিবেশী দেশ ভারতের ফারাক্কা নামক একটি কোম্পানি থেকে রেনিটিডিন ট্যাবলেটের কাঁচামাল আমদানি করে।