আজকের সিলেটসুনামগঞ্জ

জাদুকাঁটা নদী থেকে বালু-পাথর উত্তোলন : ৯ জনের কারাদণ্ড

আজকের সিলেট প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাঁটা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে দণ্ডপ্রাপ্তদের থানা থেকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের ইউনুছপুর গ্রামের আকিক মিয়া, পাতারগাঁও গ্রামের সাইফুল ইসলাম, রকিব মিয়া, সোনাপুর গ্রামের কাদির মিয়া, নুর জামাল, বালিজুড়ী ইউনিয়নের বড়খলা গ্রামের বাদল মিয়া, বড়দল উত্তর ইউনিয়নের গুটিলা গ্রামের বিল্লাল মিয়া, বড় দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের আবদুস শহীদ, রসুলপুর গ্রামের শাহ আলম।

এর আগে সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০-এর (১১) ধারায় অপরাধ বিবেচনায় নিয়ে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

এদের মধ্যে ৮ জনকে ১০ দিন ও অপর একজনকে বয়স বিবেচনায় ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

উল্লেখ্য, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত সীমান্ত নদী জাদুকাঁটার বিভিন্ন চরে অবৈধভাবে বালু পাথর লুটকালে ৭ লাখ ২০ হাজার টাকার মূল্যের ইঞ্জিনচালিত নৌকাসহ আট সেইভ মেশিন জব্দ করে।

এর পর ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত সেইভ মেশিনগুলো সোমবার সন্ধ্যায় জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও সংবাদ

Close