আজকের সিলেট

ছাতকে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সুনামগঞ্জের ছাতকে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। উপজেলার বোকার ভাঙ্গা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত লক্ষনধর আলী লিপসন (৩৫) ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর গ্রামের কলমধর আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বোকার ভাঙ্গা গ্রামে অভিযান চালায়। এসময় ১২টি ডাকাতি মামলা আসামি লক্ষনধর আলী লিপসনের স্বীকারোক্তি মতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়। ছাতক শহরের কাছে বোকার ভাঙ্গা ব্রিজের কাছে গেলে হঠাৎ তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশ অতর্কিত হামলায় অপ্রস্তুত থাকায় লিপসন পালানোর চেষ্টা করে। এসময় আত্মরক্ষার জন্য পুলিশও গুলি ছুঁড়ে। উভয় পক্ষের বন্দুকযুদ্ধে ডাকাত লিপসন নিহত হয়, আহত হন ৬ পুলিশ সদস্য।

সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত লিপসন ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ছাড়িয়ে নিতে তার সহযোগীরা গুলি চালায়। তাদের গুলিতে ৬ পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

Close