আজকের সিলেট

একযুগ পরের সমাবর্তন ‘বাণিজ্য’ প্রশ্নে বিদ্ধ

অনেক জল্পনা কল্পনা শেষে সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সর্বশেষ সমাবর্তনের একযুগ অতিক্রম করলেও সমাবর্তন পাননি বিশ্ববিদ্যালয়ের ২৫ হাজারেরও অধিক ডিগ্রিধারী। অবশেষে আগামী বছরের জানুয়ারিতে তৃতীয় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে যাদের জন্য এ আয়োজন তাদের আপত্তি রেজিস্ট্রেশন ফি নিয়ে। রেজিস্ট্রেশন ফি মাত্রাতিরিক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফি কমানোর দাবি জানিয়েছেন গ্র্যাজুয়েটরা।

রেজিস্ট্রার দফতর সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের শিডিউল সাপেক্ষে জানুয়ারিতে সমাবর্তনের তারিখ নিধারিত হবে। ২০০১-০২ সেশন থেকে ২০১০-১১ সেশন পর্যন্ত পাস করা স্নাতক (অনার্স) ও সমমানের যেসব শিক্ষার্থী ২০০৫ থেকে ২০১৪ সালে উত্তীর্ণ হয়েছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

২০০২-০৩ থেকে ২০১০-১১ পর্যন্ত স্নাতকোত্তর (মাস্টার্স) পাসকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি হিসেবে সাড়ে ৫ হাজার টাকা, ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত এমবিবিএস/বিডিএস/এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী যারা ২০০৭-২০১৫ সালের মধ্যে এ ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য ফি ধরা হয়েছে ৬ হাজার টাকা। এছাড়া একাধিক ডিগ্রিধারী গ্র্যাজুয়েটরা সমাবর্তনে যে কোনো একটি ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে সার্টিফিকেটের জন্য নির্ধারিত ফি পরিশোধ করে অন্য সকল ডিগ্রির সার্টিফিকেট পাবেন।

এদিকে সমাবর্তনের ফি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি বলে ক্ষোভ প্রকাশ করছেন গ্র্যাজুয়েটরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফি বৃদ্ধি নিয়ে সমালোচনা করে সমাবর্তনের অংশ নিতে অনীহা প্রকাশ করছেন অনেকে।

গ্র্যাজুয়েটদের সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত নিবন্ধন ফি হওয়ার কারণে সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক নন অনেকেই। সমাবর্তনে নিবন্ধনের জন্য স্নাতকোত্তর ক্যাটাগরিতে ৫০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। যা অযৌক্তিক এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি। সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক অনেক শিক্ষার্থী এখনো বেকার, অনেকে চাকরির জন্য লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের নিবন্ধন ফি, যাওয়া-আসা, থাকা-খাওয়ার খরচ জোগাড় করে সমাবর্তনে অংশ নেয়া সম্ভব নয়।

তাদের দাবি, সম্প্রতি অনুষ্ঠিতব্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি ফি নির্ধারণ করা হয়েছে। ঢাবির ফি ২৩২০ টাকা, জবির ২৫০০ টাকা, রাবির ৩৫৭০ টাকা (সার্ভিস চার্জসহ), রুয়েটের ৪৫০০, চবিতে ২০০০ টাকা, শেকৃবিতে ৩০০০ টাকা, বিইউপিতে ৩৫০০ টাকা, খুবিতে ৩০০০ টাকা, কুবিতে ৩৫০০ টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে।

আরও সংবাদ

Close