আজকের সিলেট
সিলেটে একদিনে শনাক্ত ৪২ : সুস্থ ৬৫
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৯৪২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩০, হবিগঞ্জে ১ হাজার ৮৬০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৬৫ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৫৭, সুনামগঞ্জের ৪ এবং মৌলভীবাজারের ৪ জন করে রয়েছেন।
আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭১৮ জন। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ১০৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৬৭ জন, হবিগঞ্জে ১৫৪৯ জন এবং মৌলভীবাজারের ১৬৯৮ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তবে বুধবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৭ জন।
এরমধ্যে সিলেট জেলার ১৭৪ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারের ২২ জন।