আজকের সিলেট
রেলের উন্নয়নে সিলেট চেম্বারের চার প্রস্তাবনা মন্ত্রণালয়ে
আজকের সিলেট প্রতিবেদক: রেল সেবার মানোন্নয়নে রেল মন্ত্রণালয়ে চারটি প্রস্তাবনা পাঠিয়েছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
রবিবার সিলেট চেম্বারের এক সভায় চেম্বারের সভাপতি এটিএম শোয়েব প্রস্তাবনাগুলো তুলে ধরেন।
প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে সিলেট-ঢাকা রুটের ট্রেনে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিলাসবহুল এসি কোচ সংযোজন। সিলেট-চট্টগ্রাম রুটের ট্রেনে এসি কোচ সংযোজন। সিলেট-আখাউড়া ১৭৮ কিলোমিটার রেল সড়ক সংস্কার এবং মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন ও জরাজীর্ণ বগি পরিবর্তন।
চেম্বার সভাপতি জানান, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের জন্য সারাদেশ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ সিলেটে আসেন। কিন্তু দীর্ঘদিন থেকে সিলেটের রেল যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। সিলেট-ঢাকা রুটের ট্রেনে পর্যাপ্ত পরিমাণ এসি কোচ নেই। চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনে এসি কোচই নেই। ফলে যাত্রীদেরকে মারাত্মক বিড়ম্বনায় পড়তে হয়।
এছাড়া সিলেট-আখাউড়া ১৭৮ কিলোমিটার রেললাইনের বিভিন্ন স্থানে হুক, ফিশপ্লেট ও ক্লিপ খোয়া যাওয়া, কাঠের স্লিপার পচে নষ্ট হয়ে গেছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এছাড়া ট্রেনের ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ায়ও দুর্ঘটনা বাড়ছে। এতে করে ঝুঁকি নিয়েই সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল করছে বলে জানান চেম্বার সভাপতি।