শীর্ষ খবর

শতভাগ সুষ্ঠু নির্বাচনের আশ্বাস সিইসির

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রামে একটি শূন্য আসনের নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। সঠিক নির্বাচন হবে। সব দল নির্বাচনে অংশ নেবে। প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এখানে কারও আশঙ্কার কোনো কারণ নেই।’

বুধবার দুপুরে চট্টগ্রাম অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

এর আগে চট্টগ্রাম নগরের লাভ লেইনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি।

সিইসি কে এম নূরুল হুদা বলেন, রোহিঙ্গাদের ভোটার হিসেবে নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র দেওয়ার ঘটনায় চট্টগ্রাম ও কক্সবাজারের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তারের বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। জাতীয় পরিচয়পত্র সাবধানতার সঙ্গে করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ভোটার করা নিয়ে যাদের গ্রেফতার করা হয়েছে, অধিকাংশই ছোট স্টাফ। এদের অধিকাংশই আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া স্টাফ। তারা এখান থেকে ল্যাপটপ নিয়ে গিয়ে অবৈধ কাজটা করত। আট থেকে নয়জন শনাক্ত হয়েছে, তারা গ্রেফতার হয়েছে। তবে কোথাও কোথাও এমন প্রমাণ পাওয়া গেছে- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা রোহিঙ্গা হওয়া সত্ত্বেও বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের সনদ দিয়েছে। কর্মকর্তারা কেউ সার্ভারের সঙ্গে জড়িত নন। এরপরও তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে মামলা হবে। আমাদের কোনো আপত্তি নেই।

আরও সংবাদ

Close