গত ২০ অক্টোবর রবিবার ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ইন দ্যা ইউকের পক্ষ থেকে ড. শ্যামল কান্তি চৌধুরীর (পলিটিকাল মিনিস্টার অফ বাংলাদেশ হাই কমিশন) বিদায় উপলক্ষে পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এক বিদায় সভা ও আড্ডার আয়োজন করা হয়। ড. শ্যামল চৌধুরী ডি.ইউ.এ. ইউকের একজন সম্মানিত সদস্য এবং শুভাকাঙ্ক্ষী, পদোন্নতি উপলক্ষে বাংলাদেশে ফিরে যাচ্ছেন। জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রকীবের আমন্ত্রণে খুব অল্প সময়ের নোটিশে এলামনাই এবং অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি জমে উঠেছিল।
ড. শ্যামল কান্তি চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, তিনি অভিভূত তাঁর প্রতি সবার এতো ভালোবাসা দেখে। তিনি অনুরোধ করেন সবাই মিলে যেন এই সংগঠনকে আরও উন্নতির দিকে নিয়ে যান। বাংলাদেশে থেকে যতটুকু সাহায্য এই সংগঠনের দরকার এবং সম্ভব তিনি তা করবেন। মুহাম্মদ আব্দুর রকীব বলেন, যে ড. চৌধুরীর একটা বিশেষ দক্ষতা ছিল পুরো টিমকে নিয়ে কাজ করা। আমাদের অর্গানাইজেশনে সেই টিমওয়ার্কের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রেসিডেন্ট আনিস রহমান ওবিই, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রকীব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেওয়ান গউস সুলতান, ভাইস প্রেসিডেন্ট ইসমাইল হোসেন, জয়েন্ট সেক্রেটারী চৌধুরী হাফিজুর রহমান, অর্গানাইজিং সেক্রেটারী প্রশান্ত দত্ত পুরকায়স্ত, আব্দুল মুকিত চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য হাবিব রহমান, শাহগির বক্ত ফারুক, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, মোস্তাফিজুর রহমান, রীপা সুলতানা রকীব, মোস্তফা কামাল মিলন, এলামনাই সদস্য ফরিদা কামাল, হিমিকা আজাদ, নার্গিস মুনীর, মো: কামরুল হাসান প্রমুখ। অতিথিদের মধ্যে রেইনবো ফিল্ম সোসাইটির কর্ণধার মোস্তফা কামাল, শিল্পী এস. এম. আসাদ এবং ‘সময়’ টেলিভিশনের তানভীর আলোচনায় অংশ নেন।
আড্ডার এক পর্যায়ে বিদায়ী এলামনাই ডঃ শ্যামল কান্তি চৌধুরী যিনি এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং পুরো বাংলাদেশে গনমূখী গান নিয়ে আলোড়ন সৃষ্ঠি করেছিলেন, তাঁর বলিষ্ঠ কন্ঠের দু’তিনটা গানে আড্ডা মুখরিত হয়ে উঠে। এলামনাই রীপা রকীব এবং মোস্তফা কামাল মিলন পুরানো দিনের কিছু গান পরিবেশন করেন। এলামনাই চৌধুরী হাফিজুর রহমান তাঁর রচিত কবিতা আবৃত্তি করেন। রাতের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ইন দ্যা ইউকের পক্ষ থেকে ড. চৌধুরীকে পরে কিছু উপহার প্রদান করা হয়।