শীর্ষ খবর
সুরমা-কুশিয়ারার পানি কমছে : কাল নামতে পারে বিপদসীমার নিচে
উন্নতি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতির। ক্রমেই কমছে পানি। সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি কিছুটা কমেছে। শনিবারের চেয়ে রবিবার এ পয়েন্টে সুরমা নদীর পানি ১৮ সেন্টিমিটার কমেছে। নদীটির পানি রবিবার বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
এদিকে, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর পানি আমলসীদ, শেওলা পয়েন্টেও কমছে। তবে, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি এখনো বাড়ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, জকিগঞ্জে আমলসীদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানির প্রবাহ ২৬ সেন্টিমিটার কমেছে। তবে, এ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার ১২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া, শেওলা পয়েন্টে কুশিয়ারার পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেওলা পয়েন্টে পানি শনিবারের চেয়ে ৮ সেন্টিমিটার কমলেও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়েছে।
এদিকে, গত শুক্রবার থেকে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। আজ রোববার সিলেটে রোদের দেখা পেয়েছে মানুষ। আগামীকাল সোমবার আবহাওয়া অপরিবর্তিত থাকলে অর্থাৎ ভারি বর্ষণ না হলে সুরমা নদীর পানি ১০ থেকে ২০ সেন্টিমিটার কমতে পারে। ফলে সুরমার পানি বিপদসীমার নিচে নামতে পারে আগামীকাল।